চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ মো. জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। দুবাইগামী এ যাত্রীর কাছ থেকে সৌদি রিয়ালসহ ২ কোটি ৪৪ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দের কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আটক যাত্রীর ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট থেকে আটক করেছি। তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে।’
মানি লন্ডারিং আইনে মামলা করে তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আটক জাকির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামে।
এনএসআইসূত্র জানান, জাকির ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আগমন করেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই বিমান থেকে তাকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) পাওয়া যায়।