× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি করতে উস্কে দিচ্ছে বাদীকে

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহীর ২০টি থানা ও আদালতসমূহে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অন্তত অর্ধশত মামলা হয়েছে। সেসব মামলায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগসহ বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতন, গুম ও খুনের অভিযোগ করা হয়েছে। এসব মামলা থেকে নাম কাটাতে একটি চক্র চাঁদাবাজি শুরু করেছে। পুলিশ বলছে, মামলায় নাম থাকলেও তদন্তের পর প্রকৃত আসামিদের নামে চার্জশিট দেওয়া হবে। আর চাঁদাবাজির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত আওয়ামী লীগের এক নেতার কাছে গত ৬ সেপ্টেম্বর কল আসে, আদালতে মামলা হচ্ছে। সেই মামলায় আসামি হিসেবে নাম আসছে জানিয়ে আওয়ামী লীগের ওই নেতার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এই টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়া হবে। পরিস্থিতি বুঝে সর্বোচ্চ ৫ হাজার টাকা দিতে চান ওই নেতা। তবে কাঙ্ক্ষিত অর্থ না দেওয়ায় শেষ পর্যন্ত মামলায় নাম তুলে দেওয়া হয়।

একই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক এক এমপির তালাকপ্রাপ্ত স্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনই জড়িত ছিলেন না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তার সাবেক স্বামী (সাবেক এমপি) তার বিরুদ্ধে সাইবার আইনসহ একাধিক মামলা দিয়ে তাকে তালাক দেন। তার ওপর ওই এমপির নির্যাতন নিয়ে ওই সময় একাধিক সংবাদ প্রকাশ হয়। তবে ক্ষমতার পালাবদলের পর একটি চক্র তার কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাকেও মামলার আসামি করা হয়েছে। এ সময় তিনি দাবি করেন, মামলার বাদীর সঙ্গে তার কথা হয়েছে। বাদী তাকে জানিয়েছেন তিনি তাকে চেনেন না। অন্যের কথায় তার নাম মামলায় দেওয়া হয়েছে।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, রাজশাহীর বিভিন্ন থানায় হওয়া মামলার প্রতিটিতে একই চিত্র। কোনো থানায় বা আদালতে মামলার খবর জানাজানি হলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের নম্বরে ফোন করে অর্থ দাবি করা করছে একটি চক্র। নাম কাটানোর আশায় অনেকেই টাকা দিচ্ছেন।

গত ৫ আগস্ট সকাল থেকে রাজশাহী নগরীর তালাইমারিতে সংগঠিত হয় ছাত্র-জনতা। দুপুরে তারা সংঘবদ্ধ হয়ে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ পার্টি অফিসের দিকে অগ্রসর হয়। এ সময় আলুপট্টি এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ওই ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্রসহ হামলা চালায়। তারা বিফল হলে পুলিশ এগিয়ে আসে এবং মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ার শেলসহ ভারী অস্ত্র থেকে গুলি ছোড়ে। এতেও পিছপা হয়নি আন্দোলনকারী ছাত্র-জনতা। শেষ পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালিয়েও তাদের প্রতিহত করতে পারেনি। এই ঘটনায় সাকিব আঞ্জুম ও আলী রায়হান নামে দুজন ছাত্র নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন শতাধিক ছাত্র। অভিযোগ রয়েছে, ওইদিন পঞ্চবটি এলাকায় একাধিক ছাত্রী ধর্ষণের শিকার হন।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর যুবলীগের এক নেতা বলেন, ৫ আগস্টের ঘটনায় যাদের নামে মামলা দেওয়া হচ্ছে তাদের সঙ্গে আগে কল দিয়ে যোগাযোগ করা হচ্ছে। অনেকেরই মোবাইল নম্বর বন্ধ ও পলাতক। তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নয়তো পরিবার বা বন্ধুদের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে। মামলা থেকে নাম বাদ দিতে দাবি করা হচ্ছে লাখ টাকা। যারা মামলার বাদী তারা এসবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও তাদের উস্কে দেওয়া হচ্ছে মামলায় বাড়তি নাম দিতে। আসামি হিসেবে যাদের নাম দেওয়া হচ্ছে, বাদী তাদের অনেককেই চেনেন না।

বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ রয়েছে সব মামলা ও অভিযোগ গ্রহণের। যাদের নামে মামলা হচ্ছে তাদের বিষয়ে তদন্ত হবে। তদন্ত শেষে মূল অভিযুক্তদের চার্জশিটে নাম দেওয়া হবে।

রাজশাহী জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, থানা লুটপাটসহ সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির কারণে পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে। এর বাইরেও একাধিক মামলা হয়েছে। এসব মামলায় যাদের নাম রয়েছে তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা