× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন এবং একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে কলেজ শিক্ষার্থী জহিরুল ইসলাম। জহিরুল উপজেলার খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী।

এসআই রাশেদ মিয়া বলেন, ওই দুই যুবক মোটরসাইকেলে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন। কাপাসিয়া-মনোহরদী সড়কের মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা