× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদল নেতার গুদাম থেকে ভারতীয় পণ্য জব্দ, দলীয় পদ থেকে বহিষ্কার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম

জব্দকৃত মালামাল। প্রবা ফটো

জব্দকৃত মালামাল। প্রবা ফটো

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদাম ঘর থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর)  রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রদল নেতার গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ  প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি  নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোণা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এবিষয়ে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতাকর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। তাই অভিযুক্ত ছাত্রদল নেতা এরশাদুর রহমানকে এরই মধ্যে নেত্রকোণা জেলা ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার তাকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা