× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: মেজর হাফিজ

রংপুর অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ দলটির রাজনীতি করার অধিকার নেই।’

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু মন্তব্য করে মেজর হাফিজ বলেন, ‘যারা মেশিন গান দিয়ে নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করেছে, ১৭ বছর যারা গণতন্ত্রকে পদদলিত করেছে, যারা অতীতে সকল দলকে নির্বাসিত করে দেশে বাকশাল কায়েম করেছে, তারা গণতন্ত্রের শত্রু। আমরা গণতন্ত্রের শত্রুকে গণতন্ত্রের মিত্র বলতে পারি না।’

তিনি বলেন, ‘ইউনূস সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে, যাতে এই দেশে নির্বাচিতদের শাসন কায়েম হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, বিএনপি তাদের সব সময় মাথায় করে রাখবে।’

‘অবিলম্বে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভাল নির্বাচন কমিশন গঠন করতে হবে, যাতে তারা জাতিকে একটি ভাল নির্বাচন উপহার দিতে পারে,’ যোগ করেন মেজর হাফিজ।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘২০২৪ সালে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরতন্ত্র থাকবে না। দেশের সাহসী মানুষ আর কোনো স্বৈরতন্ত্রকে সহ্য করবে না। আমরা চাই দেশে চিরকালের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা থাক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈকে নিয়ে তিনি বলেন, ‘আবু সাঈদ আজ সারা বিশ্বের বিপ্লবের প্রতীক। ফিদেল কাস্ত্রোসহ অন্য বিপ্লবীদের পাশে একই মর্যাদায় রংপুরের কৃতি সন্তান আবু সাঈদের নাম উচ্চারণ করা হচ্ছে। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। সেই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের খোঁজ-খবর নিচ্ছে বিএনপি।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিরুল ইসলামসহ অন্যরা। সমাবেশ শেষে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা