সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম
মো. লুৎফর মোল্লা। ফাইল ফটো
অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
ফরিদপুর জজকোর্টের আইনজীবী শাহ মো.আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এসআই মো. জুয়েল মিয়া ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে এবং পরবর্তীতে এ ধরনের কাজ করতে আর কেউ সাহস পাবে না।