× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটির দিনেও কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চলের ১৪০০ কারখানা

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৫ পিএম

কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। প্রবা ফটো

কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। প্রবা ফটো

টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে কর্মমুখর হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ সোমবার সরকারি ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিকপক্ষ। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দু'দিন শনিবার ও রবিবার অনেকটাই স্বাভাবিক ছিল এ অঞ্চল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা ছাড়া সকাল থেকে কর্মমুখর ও স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া।

সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, শিল্প পুলিশ-১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু রয়েছে। সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এছাড়া সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করলেও গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।

পুলিশ সুপার আরও বলেন, বেশ কিছু দিন ধরে চাকরিপ্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি এবং শনিবার ৪৯টি ও গতকাল ২০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা