× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা হাসান আরিফ

জলাবদ্ধতা নিরসনে চার প্রকল্পের প্রতিবন্ধকতা চিহ্নিত করার নির্দেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। প্রবা ফটো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। প্রবা ফটো

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান চারটি প্রকল্প দ্রুত শেষ করতে প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই জনগণকে সচেতন করতেও কার্যক্রম গ্রহণ করতে হবে।

 রবিবার ( ১৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জলাবদ্ধতা, ডেঙ্গু পরিস্থিতি ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, চট্টগ্রামের জন্য জলাবদ্ধতা নিরসন বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের সাথে দেশের অর্থনৈতিক উন্নতি জড়িত। এজন্য এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাগুলোকে ইগো ত্যাগ করে জনস্বার্থে সমন্বয় করে কাজ করতে হবে।

সভায় চসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে চসিকের স্বাস্থ্য বিভাগকে ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কীট এবং হঠাৎ করে রোগীর চাপ দেখা দিলে রোগীদের চিকিৎসা প্রদানের বিষয়ে প্রস্তুতি নিতে হবে।

একই দিন চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যালোচনা করা হচ্ছে বলে সেখানে জানান তিনি।

হাসান আরিফ বলেন, ‘আমাদের মূল কাজ ছিল বন্যাপরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছিÑ তা পর্যালোচনা করছি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেছি।’

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। এ ক্ষেত্রে সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে হবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ যোগাযোগের ক্ষেত্রে গ্রামীণ থেকে সব পর্যায়ের সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন, ওয়াসা, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পল্লী উন্নয়নসহ জনগণকে সেবা দেওয়ার সব প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে যদি একটি সমন্বিত উদ্যোগ না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। সেসব নিয়ে আলোচনা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি। কাজ চলছে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ারা পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. রাজিব হোসেনসহ চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা