বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ
টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪২ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) অধ্যক্ষ নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়া বিটেক কলেজের সামনে এই কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার এলাকায় ২ ঘণ্টা যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভের খবর পেয়ে ঘাটাইল সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর গাড়িও আটকে দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাসদস্যরা কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ থেকে সরে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, পূর্বের অধ্যক্ষ পদত্যাগের এক মাস হয়ে গেলেও কলেজে এখনও নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। ঢাকা থেকে এই কলেজের যারা নিয়ন্ত্রক তারা অনেক আশার বাণী শোনান। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি।
তারা আরও বলেন, এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নানা শিক্ষা কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে। তাই অতি দ্রুত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ প্রত্যাহার করেন। এখন যান চলাচল স্বাভাবিক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, শিক্ষার্থীদের মধ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিটেকের কনফারেন্স রুমে আলোচনা হয়েছে। তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ক্যাপশন: টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে রবিবার শিক্ষার্থীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন