× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২১ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৯ পিএম

কুষ্টিয়া সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ের সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডের ১৫২/৭-এস পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গিয়েছে, বিএসএফের পক্ষ থেকে এ সৌজন্য পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল।

বৈঠকে দৌলতপুর সীমান্তে ভারতের দখলে থাকা বাংলাদেশিদের ২০০ একর এবং ভারতীয়দের ৪০ একর জমি বাংলাদেশের দখলে রয়েছে বলে আলোচনা হয়। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে দুদেশের জমি মালিকদের এসব জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে ঐক্যমত হয়। 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিজিবি বিএসএফের উপস্থিতিতে উভয় দেশের সার্ভেয়াররা মাপজোকের পর এসব জমি চিহ্নিত করে। 

এছাড়া বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে মারনঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষ হত্যা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবি পক্ষ থেকে বিএসএফের সহযোগিতা চাওয়া হয়। 

অন্যদিকে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে কোন মানুষ যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে বিজেপিকে সতর্ক থাকার আহ্বান জানায় বিএসএফ।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মোর্শেদ। অন্যদিকে বিএসএফের পক্ষে ছিলেন ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম দেব সিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা