× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যায় জড়িত পুলিশের অবশ্যই বিচার হতে হবে : সারজিস আলম

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

হত্যায় জড়িত পুলিশের অবশ্যই বিচার হতে হবে : সারজিস আলম

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদের অবশ্যই বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, মামলার মাধ্যমে হোক বা যেকোনো মাধ্যমে হোক তাদের অবশ্যই বিচার হতে হবে। অন্যায় অন্যায়ই, কাজেই যে দোষী তার বিচার হতে হবে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, কেউ অতি উৎসাহী হয়ে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য নির্দেশের বাইরে গিয়ে অন্যায় করেছে। অনেকে অন্যায় নির্দেশও পালন করেছে। এ কাজগুলো যারা করেছে তারা অন্যায়কারী। পুলিশের যদি বিচার না হয় তাহলে রাষ্ট্রের আরেক নাগরিকের বিচার প্রশ্নবিদ্ধ হবে।

বিভিন্ন মামলা নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, মামলায় অনেক সময় নির্দোষ মানুষের নাম উঠে আসার কথা শুনা যাচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। কেউ কেউ এ মামলায় নাম দেওয়া, নাম কাটা নিয়ে বাণিজ্যও করছে। আপনারা শুধু এটুকু খেয়াল রাখবেন, আমাদের যে ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের নামটি যেন এভাবে অপব্যবহার না করা হয়।

মতবিনিময় সভায় ঢাকার ধামরাইয়ে নিহত সাদ ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় নিহত রফিকের পরিবার ছাড়াও বেশ কয়েকজন আহত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময়ের আগে সারজিস জেলা-উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার আলোচনায় অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা