চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও যুবদলের তিন নেতার জামিন আবেদন নামঞ্জুর করায় আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এই ঘটনা ঘটে। জামিন নামঞ্জুর ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, আব্দুস সালাম ও জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ২২ নভেম্বরে বিস্ফোরক ও অস্ত্র আইনে ১৫ জনের নাম উল্লেখ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নামে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আজিম আহম্মেদ। এ মামলায় অজ্ঞাত আসামি আরও ৫০-৬০ জন। সম্প্রতি পুলিশের এ মামলায় নিম্ন আদালতে ওই তিনজন বাদে বাকি আসামিরা হাজিরা দেন। এদিন হাজিরা না দেওয়ায় আদালতের বিচারক ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে তারা রবিবার চিফ জুডিসিয়াল কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কুমার শিপন মোদক জামিন নামঞ্জুর করেন। এ সময় এজলাসে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বিচারকের এ রায় মানতে না পেরে হট্টগোল করেন। এ সময় বিচারক কুমার শিপন মোদক এজলাস ছেড়ে উঠে যান। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতা ও বিএনপির নেতারা বিচারকের সঙ্গে কথা বলেন। পরে বিএনপি-যুবদলের তিন নেতা আদালত থেকে চলে যান।
আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় বিএনপি-যুবদলের তিন নেতা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্ম্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন। এতেই এজলাসেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জ্যৈষ্ঠ আইনজীবী ও বিএনপি নেতারা বিচারকের সঙ্গে কথা বলেন। জামিন আবেদন প্রত্যাহার করতে বলে বিচারক উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। এই পরিপ্রেক্ষিতে আসামিরা এজলাস থেকে বেরিয়ে আসেন।’
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম বলেন, অস্ত্র মামলায় বিএনপিপন্থি তিন আসামির জামিনের দিন ছিল। প্রথমে তাদের আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ সময় উনারা (আসামি) হইচই শুরু করেন। আইনজীবী সমিতির নেতারা বিচারকের চেম্বারে যান। আলোচনার পর বেল পিটিশন (জামিন আবেদন) প্রত্যাহার করলে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে ওই বিএনপি ও যুবদলের নেতারা এজলাস থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আদালত চত্বরে। এ সময় আগামীকাল সাত দিনের মধ্যে বিচারকের প্রত্যাহারের দাবি জানান তারা।