× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা

এক আসামির জবানবন্দি, ২ জন ফের ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি সংগৃহীত

তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি শাফায়েত হোসেন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ছয় দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে পুনরায় আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে আদালত তাদের জামিন আবেদন নাকচ করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ত্বকী হত্যায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকালে হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু বলেন, ন্যায়বিচারের স্বার্থে মামলার আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেকের নাম এসেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলোচিতি এ হত্যাকাণ্ডের অজানা আরও অনেক কিছু বেরিয়ে আসবে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনও র‌্যাবের রিমান্ডে রয়েছেন।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা