× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের আশ্বাসে পঞ্চম দিনে কক্সবাজারের চিকিৎসাসেবা স্বাভাবিক

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৫ পিএম

চিকিৎসাসেবা শুরু কক্সবাজার সদর হাসপাতালে। প্রবা ফটো

চিকিৎসাসেবা শুরু কক্সবাজার সদর হাসপাতালে। প্রবা ফটো

চিকিৎসক, নার্সসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্টদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসের পর কক্সবাজারের চিকিৎসাসেবা স্বাভাবিক হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কক্সবাজার সদর হাসপাতালের ফিরেছেন সব চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা। অন্যান্য বেসরকারি হাসপাতালেও চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে চিকিৎসাসেবা শুরু করেছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, আন্দোলনরত চিকিৎসক, নার্সসহ অন্যান্যদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে কক্সবাজার সদর হাসপাতাল, চিকিৎসক, নার্সদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সব প্রকার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ সেপ্টেম্বর রাত দেড়টার সময় সিসিউতে কর্তব্যরত চিকিৎসকের মারধরে জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা প্রদান শুরু হয়েছে।

ডা. আশেকুর রহমান বলেন, চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করে থাকে। কোনো রোগী মারা যাক এটা চাই না। জটিল রোগে আক্রান্ত হলে তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সিসিউতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনেরা। একপর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজিকে মারধর করেন। চালানো হয় ভাঙচুর। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করেন হাসপাতাল সংশ্লিষ্টরা। এর মধ্যে আহত চিকিৎসক বাদী হয়ে একটি মামলা করেছেন। ‍এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা