ছাত্র আন্দোলন
রাজশাহী অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৪ পিএম
শ্যুটার রুবেলকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। প্রবা ফটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুই হাতে দুইটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা যুবলীগ নেতা জহিরুল হক রুবেল ওরফে শ্যুটার রুবেলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর মেট্টোপলিটন আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য আদালতে নিয়ে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম তাজ জানান, র্যাব রবিবার সকালে রুবেলকে হস্তান্তর করে। র্যাব অফিস থেকে সরাসরি তাকে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে সব তথ্যপ্রমাণ দেখে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তিনি নগরীর চণ্ডীপুর এলাকার বাসিন্দা। গত ৫ আগস্ট ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রুবেল দুই হাতে দুটি পিস্তল নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়ছে।
গত ৫ আগস্ট রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়েন। এ ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। অনেকেই আহত হন। রুবেল আগে থেকেই একটি হত্যা মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, ভিডিও এবং তথ্য প্রমাণ রয়েছে রুবেল ছাত্র আন্দোলনে অস্ত্র নিয়ে হামলা চালায়। রুবেলের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। যার মধ্যে ৬টি মামলা হয়েছে সম্প্রতি। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর অধিকাংশই নাশকতা, হত্যা ও অস্ত্র আইনে।