বগুড়া অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯ এএম
দুর্ঘটনায় দুচড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। প্রবা ফটো
বগুড়ায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিপুল নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরকোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বিপুল। তিনি শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জুয়েলের ছেলে।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিপুলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে গাবতলীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বিপুল নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
এএসআই লালন হোসেন বলেন, পরে লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের নাম শামীম বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।