× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব স্তরে ন্যায্যতা নিশ্চিত করা পর্যন্ত থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে : হাসনাত আব্দুল্লাহ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫১ পিএম

সব স্তরে ন্যায্যতা নিশ্চিত করা পর্যন্ত থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে : হাসনাত আব্দুল্লাহ

সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও সব স্তরে ন্যায্যতা নিশ্চিত না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র-নাগরিক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। 

হাসনাত বলেন, ‘যত দিন পর্যন্ত না স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন, তত দিন পর্যন্ত আমরা চাই- অন্তর্বর্তীকালীন সরকার থাকুক। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান; তাদের এই সুযোগ আর দেওয়া হবে না।’

দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘জুলাই-আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে, রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধংস করে দেওয়া হয়েছে। ১১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে।’ 

ফ্যাসিবাদের দোসররা এখনও রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ধস্তাধস্তি, হাতাহাতি, মারামারির এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ মঞ্চ ত্যাগ করেন।

পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় মতবিনিময় সভা শুরু হয়। এতে ছাত্র-নাগরিকদের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা। এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা