× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৬

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ২৩:৩৬ পিএম

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৬

পূর্ব বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন-হারুন-অর রশীদ, মোহাম্মদ ফারুক, আব্দুস সাত্তার, নুরুল হক, মোখলেছ মিয়া ও মোহাম্মদ ফয়সাল। 

আহতদের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

প্রত্যক্ষদশীরা জানায়, গত শনিবার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা আফসার উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সালের সঙ্গে পাশের গ্রাম বালুয়াকান্দির কয়েকজন যুবকের কথাকাটাকাটি হয়। সেই জের ধরে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি গ্রামের নয়নের নেতৃত্বে কমপক্ষে ২০-৩০ জন কদমতলী গ্রামে হামলা চালায়। এ সময় তারা স্থানীয়দের ওপর এলোপাথারি গুলি বর্ষণ করে। 

এ বিষয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আশরাফ-উল-ইসলাম জানান, গুয়াগাছিয়া গ্রামের পাঁচ জন সোমবার রাতে আহত অবস্থায় চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে তিনজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আহতদের মধ্যে দুইজন শর্টগানে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শুনেছি। তবে তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা