× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুতে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম

ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুতে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি তদন্ত শেষ করেছে। দ্রুত সময়ে জেলা সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ডা. ফারজানা খান।

তদন্ত বিষয়ে ডা. ফারজানা খান বলেন, প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) তদন্ত শেষ হয়েছে। তদন্তের রিপোর্টের বিষয়ে জেলা সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে প্রসূতি সুর্বণা বেগম ডেলিভারির জন্য ভর্তি হন। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এইড নার্স সুফিয়া বেগম অতিরিক্ত মেডিসিন প্রয়োগের মাধ্যমে বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের পেটেই নবজাতকের মৃত্যু হয়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ হাসপাতাল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। পরে জেলা সিভিল সার্জনের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়ে সুবর্ণা বেগম জানান, গত রোববার তার প্রসব বেদনা উঠলে দুপুরে তাকে মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে ভর্তি করা হয়। কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা না করে কেবিনে রেখে এইড নার্স সুফিয়া নরমাল ডেলিভারির চেষ্টা করে। একাধিক ইনজেকশন দিয়ে ভুল চিকিৎসায় তার সন্তানের মৃত্যু হয়েছে। 

নবজাতকের বাবা ইয়ামিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসা করে আমার সন্তানকে মেরে ফেলার পর হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আমাকে দ্রুত চলে যেতে হুমকি দেয়। আমি এর বিচার চাই।

হাসপাতালের ডা. কেএনএম জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, একজন এইড নার্স ডেলিভারি করার চেষ্টা করেছে। আমি তখন অপারেশন থিয়েটারে ছিলাম। 

এইড নার্স দিয়ে ডেলিভারি করানো কি সঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা