× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৮ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকালে ও রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপির নামে বালু, মাদকের নিয়ন্ত্রণ নিতে একটি সন্ত্রাসী পক্ষ এসব ঘটনা ঘটাচ্ছে বলে সাধারণ বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা দাবি করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে ইউনিয়ন বিএনপি। এতে হামলা করে পণ্ড করে দেয় বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যানের অনুসারী অপর একটি অংশ। এ ঘটনার রেশ ধরে নুরুল আমিন ও ওয়াহিদুল আলমের গ্রুপ সংঘটিত হতে গেলে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। এতে এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় পরপর তিন রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড করতে হামলা চালায় আজিজুল হক চেয়ারম্যানের অনুসারীরা। এতে দলের ২০-২৫ জন আহত হন। তাদের মারধর করতে করতে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সন্ত্রাসী মোরশেদ, রুখছার, মোজাইয়া এতে নেতৃত্ব দেন। এ সময় তারা পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি করেন।

ঘটনার জের ধরে ওইদিন দিবাগত রাত ১২টার দিকে বিএনপি নেতা প্রবাসী মো. আলমকে টার্গেট করে হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল আমিনের দাবি, প্রবাসী আলমের একটি খামার আছে। তিনি খামারে গেলে তার ওপর হামলা চালায় আজিজুল হক চেয়ারম্যানের অনুসারী শহীদ আর দৌলত।

আজিজুল হক চেয়ারম্যানের অনুসারী. শহীদুল আলম বলেন, দলের সুসময়ের হাইব্রিড নেতা ওয়াহিদ ও নজরুলের নেতৃত্বে শুক্রবার বিকালে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য শোডাউন দেয়। এ সময় তাদের সঙ্গে কয়েক নেতাকর্মীর বাদানুবাদ হয়। মারপিটের ঘটনাও ঘটে। অন্যদিকে শুক্রবার রাতে একটি অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকায় নুরুল আবচার ও জানে আলমের ওপর হামলা করে তারা। নজরুলের নেতৃত্বে এ হামলা চালিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা জানান, রাতে মারামারিতে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী বলেন, দলের নামে অপরাধ কর্মকাণ্ড চালালে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বোয়ালখালীর থানা-পুলিশের উপপরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ বলেন, শুক্রবার দিনে ও রাতে দুবার ঘটনার তথ্য আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা