× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮ পিএম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

চাঁদপুর শহরের পুরোনো বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫০ জনেরও বেশি আহত হয়েছে। গত শুক্রবার রাতে বৌবাজার এলাকায় কয়েক ঘণ্টা এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতদের মধ্যে ৪২ জন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান বলেন, স্থানীয় রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে মারধর করে। এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় রব মিজি ও তার সহযোগীরা বহিরাগতদের সহায়তায় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে নারী-পুরুষসহ প্রায় ৫০ জনকে মারধর ও কুপিয়ে আহত করে তারা। 

আহতদের মধ্যে অন্তত ৪৬ জন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত রব মিজি ও বাদশাসহ তাদের সহযোগীরা গা ঢাকা দিয়েছে। এ ছাড়া তাদের মোবাইল ফোন নম্বর না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাঁদপুর মডেল থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরোনো বাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা