কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতন ও আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
কুষ্টিয়ার দৌলতপুরে সাব রেজিস্ট্রার অফিস থেকে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে দলীয় নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্তক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি বহিষ্কারের কোনো কারণ বলতে পারেননি।
স্থানীয়রা জানান, বহিষ্কৃত দুই নেতার নেতৃত্বে দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিস থেকে গেল কিছুদিন ধরে চাঁদা তোলা হচ্ছিল। স্থানীয় যুবদল নেতাসহ বিএনপির অনেকে এ চাঁদাবাজির প্রতিবাদ জানায়। এই দ্বন্দ্বের জেরে গত বুধবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে স্থানীয় বিএনপি কার্যালয়ে যুবদল ও বিএনপি নেতাদের ওপর হামলা হয়। হামলায় আহত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ কমপক্ষে ১০ জন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।