ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম
সাঈদুর রহমান স্বপন।
ঝালকাঠি সদরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে অনেক দিন ধরে তিনি জামিনে মুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ আরও জানায়, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে স্বপনকে হত্যা করে পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।