× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৮ পিএম

যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১৬

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে ১৬ জনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুর, কক্সবাজার, সিলেট, নাটোর, চুয়াডাঙ্গা, নোয়াখালী ও রংপুরে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র। এসব ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসার সদস্যদের সমন্বিত অভিযান শুরু হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অন্তত ২০টি আগ্নেয়াস্ত্র ও শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকের চলমান যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ-মাদক পেলেই আটক করা হচ্ছে। তবে চলমান যৌথ অভিযানের খবরে দাগি অপরাধীরা গা ঢাকা দিয়েছে নিজ নিজ এলাকা থেকে। হত্যাকাণ্ড, অস্ত্রের মহড়া দিয়ে হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী অপতৎপরতায় জড়িতদের আটক করতে অভিযান জোরদার করা হয়েছে।

কক্সবাজার প্রতিবেদক জানান, জেলা সদরের পিএমখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে বলে জানান র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।

 র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তারা। তাদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী প্রতিবেদক জানান, ১৭ বছরের কারাদণ্ডের রায় পাওয়া নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন সুমন ওরফে খালাসি সুমনকে (৩৫) আটক করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। শুক্রবার ভোরে বেগমগঞ্জ থানার চৌমুহনী পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বলেন, সুমন অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদাবাজি বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত আছে। 

রংপুর অফিস, গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কলেজপাড়ায় পুকুরে তল্লাশি চালিয়ে একটি লকার ও কালো কাগজের বান্ডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে আটক করে পুলিশে দেয় যৌথবাহিনী। শুক্রবার রকিবুস সুলতান বাবলু নামে এক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। 

স্থানীয়দের দাবি, লকারে থাকা কাগজটিতে ৭৩ হাজার ইউএস ডলার থাকার কথা লেখা ছিল। তবে তাৎক্ষণিকভাবে পুকুর থেকে কোনো ডলার উদ্ধার করা হয়নি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম সরদার বলেন, অভিযানে পুকুর থেকে ছেঁড়া ব্যাগ, বক্স ও কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় বাবলু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া লকারটি বিষয়ে তদন্ত চলছে।

সিলেট প্রতিবেদক জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঁচটি হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে রামদা, চাকু, লোহার পাইপ, কিরিচ, মদের বোতল উদ্ধার করা হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ৪০টি রামদা, হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ, মদের বোতল, কিরিচ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি আতিকুর রহমান এবং ছাত্রলীগকর্মী মেহেদী হাসান লিংকনসহ কয়েকজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এছাড়া সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় নয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব মিয়া নামে এক ব্যক্তির বাসা থেকে এগুলো উদ্ধার হয়।

এদিকে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক খুদেবার্তায় জানানো হয়, শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

খুদেবার্তায় বলা হয়, র‍্যাব-২ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান ও ৯৮টি গুলি উদ্ধার হয়। এ ছাড়া ১টি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে।

নাটোর প্রতিবেদক জানান, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে শহরের কানাইখালী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর পুলিশের ওসি তদন্ত শফিকুল ইসলাম। গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে এহিয়ার বিরুদ্ধে একাধিক মামলা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা প্রতিবেদক জানান, রাস্তায় চিৎকার ও গালিগালাজ করে জনমনে বিরক্তিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে দর্শনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ উচ্ছৃঙ্খল তরুণকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারস্থ তরফদার ক্লিনিকের সামনের সড়কের ওপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেনÑ মোমিন হোসেন (২৪), ফয়সাল আহমেদ (২২), সাকিব হাসান (২০), তাজ (২৩), আসিফ (২১) ও সাব্বির (১৯)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা