× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টায়ার কারখানায় ফের আগুন, লুটপাট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৯ পিএম

গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার মেশিনের যন্ত্রাংশ, লোহার টুকরাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ৪০-৫০ জন দুর্বৃত্ত গাজী টায়ার কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। এদেরই একটি অংশ কারখানার ভেতরে ওয়েস্টেজ সেকশনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ নিয়ে তিন দফায় লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব পাশের কাঁটাতার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছু দিন আগেও এই ভবনে আগুন লেগে কত মানুষ মারা গেল। কিন্তু এরপরও তাদের ভেতরে ভয় নেই। আবারও এই কারখানায় লুটপাট করতে ঢুকে পড়ল। আমরা কয়েকজনকে ধরেছি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হয়। এই আগুনের ঘটনায় অনেকেই নিখোঁজ ছিল। এরপর শুক্রবার তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হলো।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, গাজী টায়ার কারখানার পূর্ব পাশে ওয়েস্টজের ছোট্ট একটি গোডাউনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা