রংপুর অফিস
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রংপুরের পীরগঞ্জের বাবনপাড়া গ্রামে। প্রবা ফটো
বৈষম্যবেরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপুর বাবনপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ অন্যরা। সেখানে কবর জিয়ারত শেষে তারা আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়-কলেজে অপরাজনীতি উপহার দিয়েছে। ছাত্ররাজনীতির নামে নৃশংস হত্যাকাণ্ড, হল দখল, গেস্টরুম কালচার, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। এতে করে সাধারণ শিক্ষার্থীদের বিবেকে নাড়া দিয়েছে যে, দল ক্ষমতায় থাকলে ছাত্ররাজনীতি এমনটাই হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে গেস্টরুম কালচার, ক্যাম্পাস দখল নির্মূল করবে। ছাত্রলীগ যে কলুষিত রাজনীতি করেছে, সেটিও দেশ থেকে নির্মূল করা হবে।