জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদেরকে নিহতের পরিবার মাফ করতে পারে। বাংলাদেশের সবাই মাফ করতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন তাদের মাফ করতে পারে না। তাদের বিচার হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে জামালপুরে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ইসলামী আন্দোলন মন্দির পাহারা দেয়, কাজ করে। তখন অন্য একটি দল জমি দখল, লুট ও চাঁদাবাজি করেছে।
গণসমাবেশটির আয়োজন করে ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সভাপতি ডা. সৈয়দ ইউনূস আহমাদ। এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরীসহ জেলার নেতারা বক্তব্য দেন। গণসমাবেশে দলটির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে।