× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে শর্তে বিএনপির সঙ্গে জোট করবে গণঅধিকার পরিষদ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম

পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মাঠে সংবর্ধনা সভায় যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। প্রবা ফটো

পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মাঠে সংবর্ধনা সভায় যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। প্রবা ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি যদি মনে করে, যারা আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএনপির সঙ্গে জোট হবে, রাজনৈতিক সমঝোতা হবে, নইলে বিএনপি বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মাঠে এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা কারও লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দেবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।’

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মো. নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবর্ধনাস্থলে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নিজ জেলার সন্তানের নেতৃত্বে সর্বপ্রথম কোনো পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে গণঅধিকার পরিষদের জন্য শুভকামনা জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা