× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেরখাদায় দুইপক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

খুলনা অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. ফারুক আলী মীর (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ফারুক মধুপুর গ্রামের মো. গাউস মীরের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক।

আহত নুরু মোল্লা, জসিম মীর, গাউছ মীর, ইলিয়াছসহ আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর গ্রামের মীর ও সিকদার বংশের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোলা বাজারে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৬-৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। 

তারা জানান, সংঘর্ষে আহত নুরু মোল্লা, জসিম মীর, গাউছ মীর ও ইলিয়াছসহ কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গাজীরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, উপজেলার কোলা বাজারে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ফারুক আলী মীরকে রাজনৈতিক শত্রুতার জের ধরে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তারা এক বিবৃতিতে অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কুলাবাজারে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ও ফারুক আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা