× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন : মামুনুল হক

সিলেট ও মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন : মামুনুল হক

আগস্ট বিপ্লবের মাধ্যমে ২০২৪ সালে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল সেই স্বাধীনতা নস্যাৎ করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের ভেতরে নানা ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।’

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর খেলাফতে মজলিস আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। 

তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লোকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেদিন শহীদদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার আলেম-ওলামাদের নির্যাতন করেছে, হত্যা করেছে। বিরোধীমতের শত শত নেতাকর্মীকে গুম-খুন করেছে। সিলেটের সিংহ পুরুষ ইলিয়াস আলীর মতো সাহসী নেতাকে গুম করেছে। সর্বশেষ ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে কয়েকশ মানুষকে গুলি করে হত্যা করা হয়। পঙ্গু করা হয়েছে হাজার হাজার মানুষকে। শহীদ ভাইদের রক্ত বৃথা যায়নি। আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনসহ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সকল খুন, গুম ও নির্যাতনের সুষ্ঠু বিচার করতে হবে। 

স্মরণ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ। জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম ও মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, জেলার সভাপতি মাওলানা মো. ইকবাল হুসাইন প্রমুখ।

এ ছাড়া এদিন বাংলাদেশ খেলাফতে মজলিস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে স্থানীয় টাউন ঈদগাহ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি দোয়া ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিহিংসার। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এ দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর চেষ্টা করা হয়েছে। ভারতের মোদি সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। জাতিসংঘের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাসহ তার মন্ত্রীবর্গকে দেশে এনে বিচার করতে হবে।

বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মুফতি হাবীবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূসা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা