× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, ৮ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০০ পিএম

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতরা। প্রবা ফটো

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতরা। প্রবা ফটো

কক্সবাজার সদরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদরের পিএমখালী এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, পিএমখালী এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ, মৃত ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন, মাহাবুল্লাহর ছেলে মো. মিজান, মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও আব্দুল আজিজ।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা