বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৯ পিএম
আত্মহত্যার চেষ্টা করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষার্থী। এর আগে গতকাল বিকালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত অর্পণা দাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সোনামুখী এলাকার শ্যামল দাসের মেয়ে তিনি।
এসআই মাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অর্পণা দাস। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
কী কারণে আত্মহত্যা করেছেন পরিবার জানাতে পারেনি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।