সাভার প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৭ পিএম
প্রতীকী ছবি
সাভারে পোশাক কারখানায়
ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ১৪ জনকে আটক করা
হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ও বৃহস্পতিবার রাতে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ও পল্লীবিদ্যুৎ এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার জামগড়ায় অভিযান চালায়। এ সময় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে নয়জনকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। একই সময় যৌথ বাহিনীর আরেকটি দল আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালায়। এ সময় বিএনপি নেতা আবু হানিফ ও আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানকে আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, ‘শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের
সঙ্গে জড়িত এমন সন্দেহে ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জন আশুলিয়া এবং
তিনজনকে সাভার থেকে আটক করা হয়েছে।’
এ ছাড়া এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাইবাছাই চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।