× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম

বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া এলাকায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানান, ছুটি দেওয়ায় তারা কারখানার সামনে অবস্থান করছিলেন। এ সময় বহিরাগত শতাধিক মানুষ লাঠি হাতে তাদের ওপর হামলা চালায়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, লাঠির আঘাতে আহত অন্তত ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

সরেজমিন আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তার জন্য কিছু কিছু কারখানার সামনে শ্রমিকরা বসে আছেন। কোথাও দাবি আদায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন। তবে আগের দিন যেসব কারখানা বন্ধ ছিল, গতকাল তার অধিকাংশেই কাজ চলেছে। নরসিংহপুর এলাকার সারমিন গ্রুপের কারখানাগুলো আগের দিন বন্ধ ঘোষণা করা হলেও বৃহস্পতিবার কারখানায় কাজ হয়েছে। বেলা ১১টার দিকে সারমিন গ্রুপের সামনে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। পাশে রয়েছে পুলিশ সদস্য।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক নিজেকে সারমিন গ্রুপের স্টাফ দাবি করে বলেন, আমরা কারখানার নিরাপত্তায় সড়কের পাশে অবস্থান নিয়েছি। কারণ অন্য কারখানার শ্রমিক ও চাকরিপ্রত্যাশীর নামে বহিরাগতরা কারখানায় হামলা করে।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, ইপিক গ্রুপের শ্রমিকরা গতকালও সড়ক অবরোধ করেছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এ ছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি কারখানার সামনেও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজ (গতকাল) অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে। শুধু নিউএজসহ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করায় ছুটি দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা