প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১ পিএম
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শহরে এই কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট ষোলশহর স্টেশন থেকে মার্চ শুরু হয়। মার্চটি বহদ্দারহাট অভিমুখে যাত্রা আরম্ভ করে। পরে বহদ্দারহাট মোড় হয়ে আবার ষোলশহরের দিকে ফিরে আসে শিক্ষার্থীরা।
বরিশাল : দুপুরে নগরীর বিএম কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষার্থীরা শহীদি মার্চ নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রংপুর : দুপুরে শিক্ষার্থীদের একটি মিছিল রংপুর প্রেস ক্লাব থেকে বের হয়ে টাউন চত্বরে গিয়ে শহীদ মিনারে আলোচনা সভা করে।
রাজশাহী : বিকালে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে তালাইমারি মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকে এবং ৫ আগস্ট শহীদদের স্মরণ করে।
বাগেরহাট : বিকালে বাগেরহাট শহরের দশানী শহীদ স্মৃতিসৌধের সামনে থেকে একটি র্যালি বের করে শিক্ষার্থীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নেন।
বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২নং গেটের সামনে আবু সাঈদ চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি আবু সাঈদ চত্বর থেকে মর্ডান মোড়ে প্রদক্ষিণ করে ১নং গেট (আবু সাঈদ গেট) দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে স্বাধীনতা স্মারকে দোয়া মাহফিলের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
মানিকগঞ্জ : দুপুরে মানিকগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ থেকে শহীদি মার্চ র্যালি শুরু করে শহরের শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ করে।
শেরপুর : দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এ ‘শহীদি মার্চ’ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ভোলা : বিকাল ৫টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকা একে একে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
হবিগঞ্জ : বেলা ১১টায় বৃন্দাবন সরকারী কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদি মার্চ বের হয়। শহীদি মার্চ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাগুরা : বিকাল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে র্যালি বের হয়ে ভাইনার মোড় হয়ে চৌরঙ্গী মোড় ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কিশোরগঞ্জ : গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।
মোরেলগঞ্জ : বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানরে মিছিল করেন আন্দোলনে অংশ গ্রহণকারী ও আন্দোলন সমর্থনকারী ছাত্র-ছাত্রীরা। সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পেকুয়া : বেলা ১১টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে মাশরাফি ছরওয়ার হিরনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মধ্যাঞ্চলীয় অফিস, রাজশাহী অফিস, রংপুর অফিস, চট্টগ্রাম অফিস, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, পেকুয়া (কক্সবাজার), মোরেলগঞ্জ (বাগেরহাট), মাগুরা, হবিগঞ্জ, ভোলা, শেরপুর, মানিকগঞ্জ, বাগেরহাট ও বরিশাল প্রতিবেদক]