চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২২ পিএম
ফেব্রিক্স ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে তাতে ১৪ কোটি টাকার বিদেশি মদ পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কন্টেইনার খুলে তাতে তল্লাশি করে ১ হাজার ১১৪ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।
কাস্টম হাউসের উপকমিশনার একেএম খায়রুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে আজ তাতে তল্লাশি চালানো হয়। এ সময় জ্যাক ড্যানিয়েলস, টেচারস, সিরনফ, ব্যালেনটাইনস, পাসপোর্ট স্কচ, চিভাস রিগ্যাল, ১০০ পাইপারস, ব্ল্যাক লেভেল, অ্যাভসুলেট ভোটকাসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আটক বিদেশি মদের আনুমানিক শুল্কায়ন মূল্য ২ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব ফাঁকির পরিমাণ আনুমানিক ১২ কোটি টাকা। কাস্টম হাউসের এআইআর শাখা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জস্থ আদমজী ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড ফেব্রিক্স ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে। এরপর গত ১৮ ডিসেম্বর আমদানিকারক প্রতিষ্ঠান মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। পরে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টম হাউস, চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির তথ্য পায়। এরপর বুধবার রাতে চালানটি আটক করে গতকাল তাতে তল্লাশি চালায়। তল্লাশিতে কন্টেইনারটিতে থাকা ১ হাজার ১১৪টি কার্টনে ১১টি ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।