× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০ সংগঠনের যৌথ উদ্যোগে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮ পিএম

৭০ সংগঠনের যৌথ উদ্যোগে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’

ফেনীতে সাম্প্রতিক বন্যা মোকাবিলায় নানাভাবে কাজ করেছে- এমন ৭০টি সংগঠনের একটি যৌথ উদ্যোগে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। এ সম্মিলিত প্ল্যাটফর্ম থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামত, নিঃস্ব হওয়া পরিবারের ঘর নির্মাণ ও অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

গত বুধবার ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠকদের নিয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মোস্তফা জামাল। ইমন উল হক ও শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দিন সাইমুম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী রাসেল, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন উর রশিদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু। স্বাগত বক্তব্য দেন আসাদুজ্জামান দারা।

শরীফুল ইসলাম অপুর কর্মসূচি প্রস্তাবনার ওপর মুক্ত আলোচনায় অংশ নেন এম মোর্শেদ হোসেন, সৈয়দ আশ্রাফুল হক আরমান, তৌহিদুল ইসলাম তুহিন, রিয়াজ উদ্দিন রবিন, ওসমান গণি রাসেল, মোহাইমেন তাজিম, আমের মক্কী, আজগর বিন ইলিয়াস, এ খাজা প্রমুখ।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক বন্যা মোকাবিলায় যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান, নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। সমাবেশে একটি ১৬ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা