× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘটনার ১০ বছর পর মামলা, আসামি ১০৪

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৫ পিএম

ঘটনার ১০ বছর পর মামলা, আসামি ১০৪

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঘটনার ১০ বছর পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞাকে প্রধান আসামি করে ১০৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার সহসভাপতি ও কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান কাদেরী গত বুধবার রাতে কেন্দুয়া থানায় এ মামলা করেন।  

মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সায়মা শাহজাহান একাডেমি স্কুল ভোটকেন্দ্রে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বাদীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা (এজহারনামীয় আসামি) কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। পরে মাঠে অবস্থান নেওয়ার পর তারা বাদীকে গুরুতর জখম করে। 

মামলার বাদী মো. আতাউর রহমান কাদেরী জানান, এজহারনামীয় আসামিদের ক্ষমতার দাপটে প্রাণভয়ে এলাকায় থাকতে পারিনি। তা ছাড়া তখনকার রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় মামলাও করতে পারিনি। 

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা