চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২ পিএম
ভোলার চরফ্যাশনে জমিজমার বিরোধ নিয়ে মো. সিরাজ উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুলারহাট থানা পুলিশ চরফ্যাশন হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। নিহত সিরাজ উদ্দিন ওই গ্রামের মৃত জেবল হকের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুলারহাট থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত আবদুল বারেক নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নিহত সিরাজ উদ্দিন ও আবদুল বারেক তারা একই বাড়িতে বসবাস করেন। উভয় পরিবারের মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। এ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় উভয় পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। এ সয়ম আবদুল বারেকের পরিবারের সদস্যরা দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিরাজ উদ্দিন, তার ভাই আবদুল মালেক, বেল্লাল ও রুহুল আমিনকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বৃদ্ধ সিরাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের পর অপর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।