বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম
বাউফল পৌর শহরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন যুবদল নেতা ফারুক হোসেন। প্রবা ফটো
পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের
পর থেকে সূর্যমনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার
হোসেন বাচ্চু আত্মগোপনে রয়েছেন। এতে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরিষদের কার্যক্রম
সচল করতে উপজেলা প্রশাসন নতুন প্যানেল চেয়ারম্যানের সিদ্ধান্ত নেয়। প্যানেল চেয়ারম্যান
নিয়ে ইউনিয়ন বিএনপির দুইপক্ষের বিরোধ দেখা দেয়। প্যানেল চেয়ারম্যান পদে ইউপির ৯নং ওয়ার্ড
সদস্য বশার মালকে সমর্থন দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার এবং ইউপির
১নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেনকে সমর্থন দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম
ফারুক মিন্টু। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি
হয়। গতকাল ইউএনও কার্যালয়ে প্যানেল গঠনে ইউপি সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯
জন ইউপি সদস্য ভোট প্রদান করেন। যার মধ্যে উভয়ই ৪টি করে ভোট পান। একটি ভোট বাতিল হয়।
সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে বশার
মাল তা মানতে রাজি না হওয়ায় দুইপক্ষে বাগ্বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।
এদিন দুপুরে পৌরশহরের জাহাঙ্গীর টাওয়ারে
মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফারুক হোসেন। এ সময় বক্তব্য
দেন সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু, উপজেলা বিএনপির
সদস্য তরিকুল ইসলাম মস্তফা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার
ও মো. শাহবুদ্দিন।
এ বিষয়ে মাহবুব জোমাদ্দার বলেন, ‘এসব অভিযোগ
মিথ্যা। আমি বা আমার লোকজন কাউকে মারেনি।’
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী
বলেন, ‘দুইপক্ষের
মতানৈক্যের কারণে নতুন প্যানেল গঠন করা সম্ভব হয়নি। আগের প্যানেলই বহাল থাকবে।’