ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকের বাড়িতে মারধর করায় কীটনাশক পানে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার চরনিখলা গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই মাদ্রাসাছাত্রীর প্রেমিককে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী চরনিখলা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের ছেলে রুবেল মিয়ার দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বুধবার মাদ্রাসাছাত্রীকে রুবেল তার বাড়িতে নিয়ে যায়। এ সময় তাকে রুবেলের পরিবারের লোকজন মারধর করে। এক পর্যায়ে রুবেল ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে। বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারেনি ওই মাদ্রাসাছাত্রী।
তারা জানান, রাগে অভিমানে ওই বাড়িতেই কীটনাশক পান করেন। ওই অবস্থায় রুবেল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে রুবেল চলে আসতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। মাদ্রাসাছাত্রী ওই সময় মারা যায়। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ও রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি একটি প্রেমের সম্পর্ক। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নামের একজন অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।