× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে দেরিতে যাওয়ায় মামলা করতে পারলেন না হিরো আলম

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বগুড়া আদালতে মামলা করতে এসে ফিরে গেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আদালতে দেরি করে পৌঁছানোর কারণে তিনি মামলা করতে পারেননি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে বগুড়া আদালত চত্ত্বরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান হিরো আলম। আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) মামলা করবেন জানান তিনি তিনি।

হিরো আলম বলেন, আমি ২০১৮ সালে কাহালু-নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। কেন্দ্র পরিদর্শন করতে গেলে আমার ওপরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে হামলা হয়েছিল। আমাকে তারা হত্যার চেষ্টা করেছিল। এছাড়া ২০২৩ সালের উপনির্বাচনে আমি জয়ী হলেও জেলা প্রশাসক সাইফুল ইসলাম,  ইউএনওসহ অনেকে মিলে আমাকে হারিয়ে দেন। আমার সঙ্গে তারা ফলাফল নিয়ে কারচুপি করেছে। কারণ জিতলে তাদের আমাকে স্যার ডাকতে হবে।  আর তারা বারবার আমার মনোনয়ন বাতিল করেও আমার আর্থিকভাবে ক্ষতি করেছে। এতে দুই কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, দেশ এখন স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এখনও যদি মামলা করে সুষ্ঠু বিচার না পাই তাহলে স্বাধীন হয়ে কি লাভ হলো। তাই আমি আশা করি দেশ যেহেতু স্বাধীন হয়েছে আমি সুবিচার পাব। আর আমি যদি সুবিচার পাই তাহলে যারা এর আগে বিচার পায়নি তারাও মামলা করতে সাহস পাবে।

মামলার খসরায় হিরো আলম ৩৩ জনের নাম উল্লেখ করেছেন। এতে প্রথমেই রয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম। এরপর রয়েছেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, বগুড়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নন্দীগ্রামের সাবেক ইউএনও শিফা নুসরাত, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না। এছাড়া বাকি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা নন্দীগ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা