হোমনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম
নিহতদের স্বজনদের আহাজারি। প্রবা ফটো
কুমিল্লার হোমনায় ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার ছেলেসহ ৩ জনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতের যেকোনো সময় শোবার ঘরে তাদের হত্যা করা হয়। হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাগুটিয়া গ্রামে শাহপরানের স্ত্রী মাহফুজা বেগম (২৫), তার ছেলে শাহেদ (৮) ও মামাতো ভাসুর রেজাউল করিমের মেয়ে তিশা মনি (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহফুজা বেগম ছেলে শাহেদকে নিয়ে বাড়িতে থাকেন। তার স্বামী শাহপরান ঢাকায় একটি জুতা ফ্যাক্টরিতে চাকরি করেন। মাঝেমধ্যে তিশা মনি মাহফুজা বেগমের সাথে থাকত।
অন্যদিনের মতো বুধবার মাহফুজার ঘরে থাকতে আসে তিশা। কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে এসে তার স্বজনেরা খাটের ওপর ৩ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।
থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ তিনটি উদ্ধার করে। মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মুহসীন মাসুদ রানা জানান, ঘটনাটি পূর্বশত্রুতা না প্রেমঘটিত তার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
ওসি জয়নাল আবেদীন বলেন, সুরতহাল রিপোর্টে দেখা গেছে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত মাহফুজা বেগমের স্বামী শাহপরান বলেন, আমি ঢাকায় থাকি। আমার স্ত্রী বাড়িতে থাকে। আমি বাড়ি না থাকলে মাঝেমধ্যে আমার ভাতিজি তিশা মনি রাতে আমার বাড়িতে থাকত। খবর পেয়ে বাড়িতে এসেছি। আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। সঠিক তদন্তসাপেক্ষে এর বিচার চাই।