× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টপেজের দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৬ এএম

ট্রেন থামিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। প্রবা ফটো

ট্রেন থামিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। প্রবা ফটো

ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়ানগর স্টেশনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি থামিয়ে এক ঘণ্টা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেন তিন উপজেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে প্রায় এক ঘণ্টা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে রাখে তিন উপজেলার আন্দোলনকারীরা। এ সময় সারা দেশের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্টেশন মাস্টারের ট্রেন থামার আশ্বাসে আন্দোলকারীরা ট্রেনলাইন ছেড়ে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থী তালহা, আশিকুর, আরাফাত বলেন, ‘আমাদের আউলিয়ানগর স্টেশন অনেক পুরনো। এখানে ভালো কোনো ট্রেনের স্টপেজ নেই। ময়মনসিংহ শহরে আমরা অনেক শিক্ষার্থী পড়াশোনা করি আমাদের যাতায়াত করতে গেলে ত্রিশাল হয়ে ৪০ কিলোমিটার রাস্তা যেতে হয়। এতে সময় প্লাস টাকা উভয়ই বেশি লাগে। এখানে এ ট্রেনটির স্টপেজ দিলে ২০ টাকা দিয়ে ২৫ মিনিট সময় লাগবে শহরে যেতে। চিকিৎসাসেবা পেতেও আমরা হয়রানির শিকার।’

আন্দোলনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, ‘এ ট্রেনের স্টপেজের জন্য বহুদিন আন্দোলন করেছি আমরা। অনেক এমপি, মন্ত্রী আশ্বাস দিয়েছেন ট্রেন থামেনি। আমাদের কাঁচামাল শহরে পরিবহন করতে অনেক কষ্ট হয়। এ ট্রেন থামলে সহজে মালামাল পরিবহন করতে পারব।’

আউলিয়ানগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবু রায়হান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কর্তৃপক্ষ বলেছেন লিখিতভাবে দরখাস্ত দিলে ব্যবস্থা গ্রহণ করবেন। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা রেললাইন ছেড়ে দেয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিক্ষার্থী ও এলাকাবাসীর ট্রেন স্টপেজের যৌক্তিক দাবির দ্রুতই সমাধান হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারীদের লিখিত আবেদন দিতে বলেছি।’

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ইন্সপেক্টর শাহীনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সবকিছু একটা প্রসেসের মাধ্যমে সমাধান করতে হবে। এলাকাবাসীর এ দাবিটি যৌক্তিক হলে লিখিত আবেদন দিলে আমারা ট্রেনের স্টপেজের ব্যবস্থা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা