গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫১ এএম
প্রতীকী ছবি
গাজীপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভানের চালক, ট্রাকচালক ও ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ভাওয়াল উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত পিকআপ ভ্যান সহকারী ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকালে ৯৯৯ থেকে ফোনে ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন স্পট ডেড রয়েছে। একাধিক জন আহত রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।’
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেটের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের সহকারী ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।