× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় যাদের ঘর ভেসে গেছে, তাদের ঘর করে দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৯ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৬ এএম

লক্ষ্মীপুরের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রবা ফটো

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছি। আলেমসমাজও আপনাদের পাশে আছে। আপনাদের যাদের ঘর এ বন্যায় ভেসে গেছে, তাদের ঘর করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আল-মানাহিল ফাউন্ডেশন এর আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, আপনাদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার ওপর থাকে তাদের ছোটখাটো বাড়ি করে দেবে। 

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের সাহায্যে আলেমসমাজ ঝাঁপিয়ে পড়েছে। তারা মাঠে ময়দানে গিয়ে সাহায্য করছে। ফেনীর মুহুরি নদীর দিকে বেসরকারি উদ্যোগে ১ কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করা হচ্ছে। সরকারি উদ্যোগেও কাজ চলছে। ইনশাল্লাহ আমরা এ বিপদ থেকে উদ্ধার হতে পারব। আমরা আল্লাহর সাহায্য কামনা করি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরির মুহতামিম মাওলানা খোবাইন বিন তৈয়ব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আয়োজকরা জানান, আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত ৫০০ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২ শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা