প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৮ পিএম
দেশের চার জেলায় ভাই-বোনসহ পানিতে ডুবে সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর…
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার মালবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই বাড়ির মো. আবদুর রাজ্জাকের আট বছরের মেয়ে মোসা. খাদিজা বেগম এবং মো. মাকসুদের পাঁচ বছরের মেয়ে মোসা. রাবেয়া। তারা সম্পর্কে চাচাতো বোন।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। তাদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুদের বাড়িতে রেখে মায়েরা স্কুলে যান। খেলার ছলে তারা বসতবাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। খাদিজার দাদি তাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে যায়। পরে তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের জোবায়ের আহমেদের পাঁচ বছরের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত ও মহিবুর রহমানের চার বছরের মেয়ে রাফিয়া তানহা।
মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। একপর্যায়ে পাশেই একটি খালে গোসল করতে নামলে ডুবে তাদের মৃত্যু হয়। প্রথমে নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নামলে রাফিয়া তানহার মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়টরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলোÑ ওই গ্রামের রবিউল ইসলামের ছয় বছরের ছেলে সিফাত হোসেন ও ১০ বছরের মেয়ে রিয়া মনি। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিফাত পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে পুকুরে পড়ে গেলে বোন রিয়া মনি উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনই পানিতে ডুবে মারা যায়। তাদের মা ছেলেমেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সিফাতের মরদেহ উদ্ধার করে। পরে রিয়া মনির পায়ের জুতা পুকুরপাড়ে দেখতে পেয়ে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর তীরে বেঁধে রাখা নৌকা থেকে পড়ে আলিফ হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ সিন্দুর্না পাঠানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আলিফ হোসেন ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। স্থানীয়রা জানায়, আলিফ হোসেনের বাবা-মা তাকে নিয়ে তিস্তা নদীর তীরে ঘাস কাটতে যান। আলিফ নদীর তীরে বেঁধে রাখা একটি নৌকায় খেলা করছিল। একসময় বাবা-মায়ের অজান্তে নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এর মধ্যে স্থানীয়রা তাকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।