মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিশু জিদনী আক্তারকে ঢাকায় নিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুমুরদিয়া চাতল গ্রামের এলাকাবাসী ও চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, ইউপি সদস্য শাহাবুদ্দিন ও মুজিবুর রহমান টিপু, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেমায়েত উল্লাহ, মো. ইব্রাহিম, হানিফ শেখ, কলিম উদ্দিন, আনার মিয়া, রুহুল আমিন, মহিউদ্দিন খাঁ প্রমুখ। বক্তারা বলেন, জিদনীকে পরিকল্পিতভাবে হত্যার আজ ১০-১২ দিন হয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের শরিফ মিয়ার শিশুকন্যা জিদনীকে দূর সম্পর্কের আত্মীয় পাপিয়া আক্তারের মাধ্যমে ঢাকার লালবাগ এলাকায় বসবাসকারী ব্যবসায়ী নুরুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজের জন্য দেওয়া হয়। নুরুজ্জামানের স্ত্রী আছমা উল হুসনা ও তার সন্তানরা জিদনীকে শারীরিক, মানসিক নির্যাতন করে হত্যার পর বোরকা পেঁচিয়ে গত ২২ আগস্ট গভীর রাতে বাবার বাড়িতে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জিদনীর চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে ঢাকা লালবাগ থানায় হত্যা করেছেন।