× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলে যাওয়ার পথে বাসচাপায় পিষ্ট মা-মেয়ে

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের মালের বাড়ির ফরিদ উদ্দিনের মেয়ে মোসাম্মদ লিপি আক্তার ও তার মেয়ে ১৩ বছর বয়সী লামিসা আক্তার। লামিসা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিল।

লিপি আক্তারের মামাতো ভাই আইন উদ্দিন পাভেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘লামিসা আক্তার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ত। লিপি আপা প্রতিদিন মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে স্কুলে দিয়ে আসত। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসত। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। এসময় সুগন্ধা নামের একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যায়। ভাগ্নিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা যায়।’

তিনি আরও বলেন, ‘লামিসার বাবা সৌদি থাকতেন। সেনানিবাসের পাশে তিনি বাড়ি করেছেন। তিন দিন আগে একেবারে দেশে চলে এসেছেন।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহন চালকের বিরুদ্ধে পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা