কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম
প্রতীকী ছবি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ছয় বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে জাহিদুল ইসলাম মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় রবিবার (১ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর বাবা একটি মামলা করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ সানা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি মো. জাহিদুল ইসলাম মানিক কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজহারে শিশুটির বাবা উল্লেখ করেন যে, ৩০ আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ৬ বছরের শিশু কন্যাকে আসামি মো. জাহিদুল ইসলাম মানিক বাসায় নিয়ে যায়। একপর্যায়ে মুখ চেপে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রনায় আর্তনাদ করে বাসায় এসে তার মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে শিশুটিকে নিয়ে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠান। এই ঘটনার সুষ্টু বিচার দাবি ও আসামিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য শিশুটির বাবা রবিবার রাতে কাপ্তাই থানায় মামলাটি করেছেন।
ওসি দেবাশীষ সানা বলেন, ‘এই ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছে ওই শিশুটির বাবা। তবে আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি।’